সবার জন্য দোয়া করে মুশফিক-তামিমদের ঈদ আনন্দ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৫ এএম, ১৪ মে ২০২১

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আজ শুক্রবার (১৪ মে)। খুশি, আনন্দ আর উচ্ছ্বাসের দিন। কিন্তু করোনার মহামারির কারণে গত দুই ঈদের মত এবারও নানা বিধিনিষেধ ও শঙ্কার মধ্যে ঈদ উদযাপন করছে দেশবাসী।

ঈদের নামাজ পড়ে ঘরের মধ্যে থেকেই পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। পুরো রমজান মাসে যত ইবাদত করা হয়েছে, সকলের সেসব ইবাদত কবুলের দোয়া করেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহীম, সাকিব আল হাসানরা।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘এই ঈদে, আসুন আমরা আমাদের প্রিয়জনদের সুরক্ষার জন্য ঘরে থেকে উদযাপন করি। সবার জীবনে বয়ে আনুক আশীর্বাদ ও আনন্দ। সবাইকে ঈদ মোবারক!’

jagonews24

মুশফিকুর রহীম সবার জন্য দোয়া কবুলের প্রার্থনায় লিখেছেন, ‘সাহাবিরা একে অন্যকে শুভেচ্ছা জানাতে নিচের দোয়াটি বলতেন, মহান আল্লাহ্‌ আপনার ও আমাদের সকল ইবাদত কবুল করুন (আমিন)।’

একই দোয়া উল্লেখ করে তামিম ইকবাল তার পেজে লিখেছেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন। সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। যে যেখানেই আছেন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে নিরাপদে ঈদ করুন।’

মাহমুদউল্লাহ রিয়াদ নিজের ছবিকেই সাজিয়েছেন ঈদ শুভেচ্ছা জানানোর পোস্টারের মতো করে। যেখানে লিখেছেন, ‘ঈদের আনন্দের পরিপূর্ণ হোক আপনার ঘর। ফিরে আসুক আবার উৎসবের চিরায়ত আনন্দ আমাদের ঘরে। সবাইকে ঈদ মোবারক।’

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।