ঢাকা টেস্ট খেলে ইমরানকেও পেছনে ফেললেন সাজিদ খান

ঢাকা টেস্টে দুর্দান্ত বোলিং করে নিজ দেশের কিংবদন্তি, বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানচে পেছনে ফেললেন পাকিস্তানি স্পিনার সাজিদ খান। বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ১৫ ওভার বল করে ৪২ রান দিয়ে একাই ৮টি উইকেট দখল করেন অফস্পিনার সাজিদ খান।
দিন চারেক আগেই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম দেখেছিল নিউজিল্যান্ডের অ্যাজাজ প্যাটেলের দাপট। একাই ১০ উইকেট নিয়েছিলেন তিনি। বুধবার ঢাকার শের-ই বাংলা স্টেডিয়াম দেখল পাকিস্তানের সাজিদ খানের শাসন। অ্যাজাজের মতো ইনিংসে দশ উইকেট হয়তো সাজিদ পাননি। কিন্তু আট উইকেট নিয়ে ইতিহাসের পাতায় ঢুকে পড়েছেন। টপকে গেলেন সাবেক অধিনায়ক তথা বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানকে।
Pakistan won by an inning and 8 runs
— Muhammad Zaid (@muhammadzaid_20) December 8, 2021
what a match
Congratulations Pakistan and Babar Azam Shaheen #10wickets in a match for Sajid Khan #BANvsPAK pic.twitter.com/RgAy2hp20Z
ডানহাতি এই অফব্রেক বোলারের দাপটে দ্বিতীয় টেস্টে ইনিংসে হেরেছে বাংলাদেশ। মঙ্গলবার চতুর্থদিন বাংলাদেশের প্রথম ইনিংসের ছয়টি উইকেট নিয়েছিলেন সাজিদ। বুধবার আরও দু’টি উইকেট নেন। এছাড়া দ্বিতীয় ইনিংসেও ৮৬ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি।
পাকিস্তানের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ড আব্দুল কাদিরের। ১৯৮৭ সালে লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৬ রানে ৯ উইকেট নেন তিনি। তার আগে ১৯৭৯ সালে সরফরাজ নেওয়াজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৬ রানে ৯ উইকেট নিয়েছিলেন।
Fourth in an illustrious list! pic.twitter.com/pEm9xujJcb
— Pakistan Cricket (@TheRealPCB) December 8, 2021
২০১৮ সালে দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪১ রানে ৮ উইকেট নিয়েছিলেন ইয়াসির শাহ। তারপরই জায়গা করে নিলেন সাজিদ। ইমরান খানও ৮ উইকেট নিয়েছেন এক ইনিংসে। ১৯৮২ সালে লাহোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৮ রানে ৮ উইকেট নিয়েছিলেন ইমরান খান; কিন্তু রান খরচের হিসেবে বর্তমান পাকিস্তান প্রধানমন্ত্রীকে টপকে গেলেন সাজিদ।
আইএইচএস/