শরীয়তপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টেন ক্রিকেট লিগ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম বার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে আলহাজ্ব অ্যাডভোটেক সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টেন ক্রিকেট লিগ শুরু হয়েছে। ৎ
মাদকমুক্ত তরুণ সমাজ গড়ার প্রত্যয় নিয়ে মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে শহরের তুলাসার স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: পারভেজ হাসান ও পুলিশ সুপার এস এম আশ্রাফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদস্য অ্যাডভোকেট আলমগীর মুন্সী, জাজিরা পৌরসভার মেয়র মো. ইদ্রিস মাদবর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নুহুন মাদবর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল সরকার প্রমূখ। সার্বিক সঞ্চালনায় ছিলেন সাংবাদিক বিএম ইশ্রাফিল।

এই টি-টেন টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ২০টি দল। ৩১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টেন লিগ। উদ্বোধনী ম্যাচে নড়িয়া কিশলয় একাডেমীকে ২৬ রানে পরাজিত করে শরীয়তপুর আর.কে মটরস।
আইএইচএস/