আজও দেখা হলো না পাপনের সাথে সাকিবের, কথা হলো ফোনে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:১৬ পিএম, ০২ মার্চ ২০২৩

প্রথম ওয়ানডের আগের রাতেও টিম হোটেলে গিয়েছিলেন তিনি। কিন্তু সাকিবের সাথে কথা হয়নি। কথা হবে কি সাকিব তখন অপ্পো মোবাইলের এক অনুষ্ঠানে ছিলেন। তাই বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সাথে দেখাই হয়নি সাকিবের।

আজও একই অবস্থা। শুক্রবার দ্বিতীয় খেলার আগে বৃহস্পতিবার (২ মার্চ) আবার টিম হোটেল মানে সোনারগাঁ প্যানপ্যাসিফিকে গিয়েছিলেন বিসিবি বিগ বস। কিন্তু আজও সাকিবের সাথে তার দেখা হয়নি। ফোনে কথা হয়েছে।

নিজ মুখে সাকিবের সাথে দেখা না হওয়ার কথা জানিয়ে নাজমুল হাসান পাপন বলেন , সাকিবের সঙ্গে ফোনে কথা হয়েছে। ওর একটু দেরি হবে। ও বলেছিল ৯টার পরে আসেন। আমি বললাম দেখ তুমি যখন কাজে আছ থাক আমার তেমন কিছু বলার নেই। তোমার সঙ্গে রাতে টেলিফোনে কথা বলবো। কথা বলার কি আছে, একটু সাহস দেওয়া আর কি।’

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচের আগেও দলকে সাহস জোগাতে আর উজ্জীবিত করতে যাওয়া। একথা জানানোর পাশাপাশি বিসিবি সভাপতি বলে ওঠেন , মুলতঃ সাকিবের অনুরোধেই আজ টিম হোটেলে ক্রিকেটারদের সাথে দেখা করতে আসা। আমার এখানে আসার কারণ একটাই। প্রথম যখন আসছিলাম প্রথম ম্যাচের আগে তখন সাকিবকে পাইনি। তাই সাকিবের অনুরোধে দ্বিতীয় দিন আসলাম। আসলে আসছিলাম দেখতে ও ওদের সাহস দিতে। তবে যে জিনিসটা বলার উদ্দেশ্যটা ছিল যে , আমাদেরকে খুব ভাল খেলতে হবে। হারা জিতাটা বড় কথা না একটু সাহস দিতে আসা। আমার জানা মতে ইংলিশরা পরিকল্পনা অনুযায়ী কাজ করেছে সব। আমরা সুযোগও পেয়েছিলাম। সুযোগ সব সময় আসেনা। আমাকে যদি বলেন আমাদের বোলিং ফিল্ডিং খুব ভালো ছিল, প্রায় ১০০ রানের মধ্যে ওদের ৪টা উএকট চলে যায়। ভাল ভাল উইকেট পেয়েছিলাম। জেসন রয়, বাটলার যাদের নিয়ে ভয় বেশি থাকে। সেদিক দিয়ে আমদের বোলিং ও ফিল্ডিং ভাল হয়েছে তামিমও ভাল ক্যাচ ধরেছে।

ডিফারেন্সটা করে দিয়েছে ব্যাটিংয়ে। ওরাও যে ভাল ব্যাট করেছে তা না। ডিফারেন্সটা করেছে মালান। ওর যে ধৈর্য্য , এটার কাছে আমরা হেরে গেছি। আমাদের যদি কেউ এমন ধৈর্য্য দেখাতো যে আমি শেষ করে যাব তাহলে ভাল হতো। ওপেনিংটা ভাল হয়েছে আমাদের। মিরপুরের মতো উইকেটে ইংল্যান্ডের বিপক্ষে আমাদের ৫১ রানে ১ উইকেট এটা খুব ভাল শুরু ছিল। কিন্তু সমস্যা হেয়েছে পরপর তিনটা উইকেট চলে যাওয়ায়। ওখানটায় একটু বেশি রিস্ক নিয়েছি। ওটা না নিলেও চলত। এমন তো না যে শেষ ১০ ওভার ৫ ওভার। আমাদের যেহেতু মোটামুটি ভাল ব্যাটিং লাইন আছে ওরা প্রথম ৬ জন যদি ৪০ ওভার পর্যন্ত যেতে পারে তাহলে পরের যারা আছে তারা কাভার করে ফেলতো। তাহলে ২০-৩০ টা রান আরও হতো। এটা হলেওই যে জিতে যেতাম তাও না। তবে এত কম রান করেও ওদেরকে যে আটকে ফেলেছিলাম এটার কৃতিত্ব ছেলেদের দিতেই হবে। ’

টিম বাংলাদেশের ঘাটতির জায়গা চিহ্নিত করতে বলা হলে পাপন বলেন ,

ঘাটতির ব্যাপারটা আসলে ডেভিড মালানকে দেখে মনে হয়েছে ও খেলা না শেষ করে যাবেই না। ওকে দেখে মনে হয়েছেও আজ আউট হবেই না। এই মানসিকতা একটু ব্যাতিক্রম ছিল। ’

সাকিব কেন ৫ নম্বরে নেমেছেন ব্যাটিংয়ে ?

এ প্রশ্নর জবাবে বিসিবি সভাপতি অনেক কথার ভীড়ে বোঝালেন , সাকিব এর মতামত নিয়েই তাকে পরে ব্যাটিংয়ে পাঠানো হয়েছে। তাই মুখে একথা ,

কে কত নাম্বারে ব্যাচট করবে জানি না। কালকে কি হবে ওরা যদি একটা বলেও সেটাই যে হবে এমন কোন কথা নেই। আগের অভিজ্ঝতা থেকে বলি এটা পরিস্থিতি অনুযায়ী ওরা ঠিক করে। কিন্তু একটা কথা বলি, সাকিব যদি কোন জায়গায় ব্যাট করতে চায় তাহলে কোন অধিনায়ক বা কোচ না করবে না। কাজে এটা ওর অসম্মতিতে হয়েছে বা মনক্ষুন্ন কিনা সেরকম কিছু ভাবার সুযোগও নেই। আমি নিজে ওকে জিগাস করেছি তিনে ব্যাট করতে চাও কিনা সে বলেছে দলের জন্য যেখোনে দরকার সেখানে করতে রাজি এটা পরিষ্কার বার্তা। এটা আমাকে জিগাস করাটা কঠিন। এটা সাকিব, অধিনায়ক ও কোচকে জিহগাস করতে পারেন। কারণ আমি যদি বলি ওকে পাঁচে করলেই ভাল, দেখা যাবে ওকে অন্য জায়গায় খেলছে। শান্ত যদি আউট হত তাহলে অবশ্যই চারে ও নেমে যেত। এটা আসলে ওই পরিস্থিতিতে কি হচ্ছে সেটা বলা কঠিন।

এআরবি/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।