নারী প্রিমিয়ার লিগ

জয় দিয়ে শুরু আবাহনীর যাত্রা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ২৬ মে ২০২৩

মোহামেডান, রুপালী ব্যাংকের পর শুভসূচনা করলো আবাহনীও। ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগের দ্বিতীয় দিন আজ (শুক্রবার) বিকেএসপি ৩ নম্বর মাঠে কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমিকে ৭ উইকেটে হারিয়েছে আবাহনীর মেয়েরা।

সানদিহা ইসলাম আশা আর সাবেকুন নাহারের বিধ্বংসী বোলিংয়ে কেরানিগঞ্জ একাডেমি মাত্র ১০৫ রানে অলআউট হয়। জবাবে ওপেনার মুর্শিদা খাতুন (৪৪), ইশমা তানজিম (২৪) আর আফিয়া আনামের (২০) ব্যাটিং দৃঢ়তায় ২০.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।

সংক্ষিপ্ত স্কোর
কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমি: ১০৫/১০, ৪৮.৩ ওভার (শাহনাজ পারভিন ৫০, জামিলা আকতার ৬, সামিয়া আইরিন আইভি ১০, সানদিহা ইসলাম আশা ৩/৮, সাবেকুন নাহার ২/১৭, ইসমা তানজিম ১/২, জাহানারা আলম ১/২১, ফাতেমা আকতার ১/১২)
আবাহনী: ১০৬/৩, ২০.৫ ওভার (মুর্শিদা খাতুন ৪৪, শামিমা সুলতানা ৭, ইশমা তানজিম ২৪, আফিয়া আনাম ২০, শাহনাজ পারভিন ১/১৯, শারমিন আকতার ২/১৮)

ফল: আবাহনী ৭ উইকেটে জয়ী।

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।