ইনজুরির কারণে এশিয়া কাপে খেলবেন না তামিম

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ০৩ আগস্ট ২০২৩

পিঠের ইনজুরির চিকিৎসা নিয়েছেন লন্ডনে। তবে অস্ত্রোপচার লাগেনি। আপাতত চিকিৎসা হিসেবে বেশ কয়েকটি ইনজেকশন নিতে হয়েছে তামিম ইকবালকে।

গত ৩১ জুলাই চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফেরেন তামিম। ইংল্যান্ডে যাওয়ার আগে জানিয়ে গিয়েছিলেন, তার ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসবেন দেশে ফিরে।

তামিম দেশে ফেরার পর থেকেই তাই সবার আগ্রহ ছিল, কবে সেই বৈঠক। অবশেষে আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনায় বসেন তামিম।

দুই পক্ষের আলোচনা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার বাসভবনে আয়োজন করেন এক সংবাদ সম্মেলনের। সেখানে উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুসও।

সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি জানিয়েছেন, তামিম ওয়ানডে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। আর জালাল ইউনুস জানালেন, ইনজুরির কারণে এশিয়া কাপে খেলবেন না তামিম।

তবে এরপর ওয়ানডে বিশ্বকাপে তিনি থাকবেন কিনা, এই বিষয়ে পরিষ্কার কোনো ঘোষণা আসেনি।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।