বিগ ব্যাশ থেকে নাম প্রত্যাহার রশিদ খানের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ২৩ নভেম্বর ২০২৩

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা ‘বিগ ব্যাশ’ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। পিঠের ইনজুরির কারণে তিনি আসন্ন আসরটিতে অংশগ্রহণ করবেন না। কারণ ইনজুরি থেকে সেরে উঠতে এই আফগান ক্রিকেটারের একটি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

এক বিবৃতিতে রশিদ নাম প্রত্যাহারের বিষয়টি জানিয়েছে তার দল অ্যাডিলেড স্ট্রাইকার্স। বিবৃতিতে বলা হয়েছে, ‘পিঠের ইনজুরির কারণে তার ছোট একটি অস্ত্রোপচার করাতে হবে। যে কারণে কেএফসি বিবিএল-১৩ থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন রশিদ।’

অ্যাডিলেড স্ট্রাইকার্সের জেনারেল ম্যানেজার টিম নিলসেন বলেন, ‘রশিদ স্ট্রাইকারের একজন প্রিয় সদস্য এবং ভক্তদের প্রিয় (ক্রিকেটার), যিনি আমাদের সাথে সাত বছর ধরে আছেন। তাই এই গ্রীষ্মে তাকে খুব মিস করবো।’

তিনি আরও বলেন, ‘রশিদ অ্যাডিলেড এবং স্ট্রাইকার্সকে ভালবাসে এবং আমরা জানি, তিনি বিবিএলে খেলতে কতটা ভালোবাসে। আমরা তাকে সমর্থন করি, যেহেতু তিনি ইনজুরির কারণে চিকিৎসাধীন রয়েছেন এবং খেলায় দীর্ঘমেয়াদে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছেন।’

তবে এখন পর্যন্ত বদলি কোনো ক্রিকেটারের নাম ঘোষণা করেনি অ্যাডিলেড স্ট্রাইকার্স। টিম ম্যানেজমেন্ট পরে দেখেশুনে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নিলসেন।

২০১৭ সালে বিবিএলে অভিষেক হয়েছিল রশিদের। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬৯ ম্যাচে ৯৮ উইকেট শিকার করেছেন এই আফগান লেগস্পিনার।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।