টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় অবদান রাখবেন রোহিত, প্রত্যাশা গেইলের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৬ নভেম্বর ২০২৩

ওয়ানডে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছিলেন রোহিত শর্মা। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন এই ডানহাতি ওপেনার। তবে শিরোপা জিতাতে পারেননি দলকে। ঘরের মাঠে শিরোপা হারের কষ্ট ভুলতে এবার ভারতের সামনে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত হবে সংক্ষিপ্ত ফরম্যাটের এই আসর। টি-টোয়েন্টিতে তেমন ছন্দে না থাকলেও এবারে বিশ্বকাপে রোহিত বড় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন ক্যারিবিয়ান সাবেক তারকা ক্রিকেটার ক্রিস গেইল।

সদ্য সমাপ্ত হওয়া বিশ্বকাপে রোহিত-কোহলির দুর্দান্ত পারফরম্যান্স দেখেই ‘ইউনিভার্স বস’ নামে খ্যাত ক্যারবীয় তারকার এমন প্রত্যাশা। গেইল মনে করেন, দেশের প্রত্যাশা পূরণে ভবিষ্যৎ তাদের জাতীয় দলে খেলা উচিত।

গেইল বলেন, ‘নিজেদের জন্য তাদের (রোহিত-কোহলি) দলে ডাকতে হবে। তারা যদি খেলতে চায়, কেন পারবে না? তারা দেশের জন্য অনেক কিছু করেছে এবং তারা নিজেরাই নিজেদের ডাকার যোগ্য।’

রোহিতের প্রশংসায় গেইল বলেন, ‘আমি তার আক্রমণাত্মক ব্যাটিং পছন্দ করি। আমি চাই, ব্যাটাররা বোলারদের বিধ্বস্ত করুক। রোহিত শর্মা তাদের মধ্যে একজন যিনি এটি করতে পারেন।’

কোহলিকে নিয়ে ক্যারিবীয় তারকা বলেন, ‘ওয়ানডেতে ৫০ সেঞ্চুরি পাওয়াটা অবিশ্বাস্য। শচিন টেন্ডুলকারের মতো কিংবদন্তি খেলোয়াড়ের রেকর্ড ভাঙাটা ছিল অসাধারণ। আমি কাউকে সেই রেকর্ডের কাছাকাছি যেতে দেখছি না।’

 

আইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।