২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নামিবিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ২৮ নভেম্বর ২০২৩

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্তপর্বে জায়গা করে নিলো নামিবিয়া। আফ্রিকান বাছাইপর্বে এক ম্যাচ হাতে রেখেই সেরা দুইয়ে থাকা নিশ্চিত করেছে তারা।

উইন্ডহকে তানজানিয়ার বিপক্ষে ৫৮ রানের জয় তুলে নিয়ে বিশ্বকাপে পা রেখেছে ঈগলসরা। পাঁচ ম্যাচে পাঁচ জয়ে তারা টেবিলের শীর্ষে। এর আগে নামিবিয়া বাছাইপর্বে হারিয়েছে জিম্বাবুয়ে, উগান্ডা, রুয়ান্ডা আর কেনিয়াকে।

আগামী বছর যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হবে ২০ দলের টুর্নামেন্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার নিয়ে টানা তৃতীয়বারের মতো খেলবে নামিবিয়া।

গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপ নিশ্চিত করার লড়াইয়ে আছে উগান্ডা, কেনিয়া এবং জিম্বাবুয়ে। তিন দলের মধ্যে মাত্র একটি দল নামিবিয়ার সঙ্গে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।