ভিন্ন পিচ, তাই ঘুরে দাঁড়ানোর আশা সাউদির

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩

উপমহাদেশে খেলতে এলে স্পিন আক্রমণের মুখে পড়তে হবে, সেটি জানাই থাকে বিদেশি দলগুলোর। নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি সেটা অকপটে স্বীকার করলেন। তবে প্রথম টেস্ট হয়েছে সিলেটে, আগামীকাল দ্বিতীয়টি শুরু হবে ঢাকার মিরপুরে। নতুন পিচে নতুন করে শুরু করতে চান কিউই দলপতি।

প্রথম টেস্ট হারের পর ঘুরে দাঁড়ানো কতটা কঠিন হবে? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে সাউদি বললেন, ‘প্রথম এবং সবচেয়ে বড় কথা হলো, এটা ভিন্ন এক পিচ। অবশ্যই আমরা স্পিন ফ্রেন্ডলি পিচই আশা করছি। তবে গত ম্যাচের পরই আমরা কথা বলছিলাম যে কিভাবে বোলিং গ্রুপ হিসেবে আরও ধারাবাহিক হওয়া যায়। সেইসঙ্গে ব্যাটিংয়ে জুটি গড়ার ব্যাপার তো আছেই। কয়েকটা দিন ভালো অনুশীলন করেছি আমরা। আমরা আসলে এটাকে আরেকটা টেস্ট ম্যাচ হিসেবেই দেখছি।’

প্রথম টেস্টে ১৫০ রানের বড় হার। তবে সিলেটের উইকেটকে দুষছেন না টিম সাউদি। তার মতে, ‘পিচ বেশ ভালোই ছিল। কিউই অধিনায়ক বলেন, আমরা যেমন আশা করেছিলাম পিচ তেমনই ছিল। এটা বেশ ভালো উইকেট ছিল। বিশ্বের এই প্রান্তে যেমনটা হওয়ার কথা, তেমনই। হ্যাঁ, আমাদের ছেলেদের কয়েকজন এই জায়গায় খেলেনি, তারা শিখবে।’

এই পিচে সাফল্যের সূত্র কি আগ্রাসী ব্যাটিং? এমন প্রশ্নে সাউদির উত্তর, ‘না, আমি আগেই বলেছি, এক একটা মানুষের এক একটা ধরন রয়েছে। বাংলাদেশ দলের মতোই ব্যাপারটা। আপনি শান্তকে দেখুন, সে কিন্তু মুমিনুল এবং অন্যদের তুলনায় কিছুটা বেশি আক্রমণাত্মক। আমাদের ছেলেদের বেলায়ও একই ব্যাপার। আমাদের ছেলেদের বিভিন্ন উপায় এবং আলাদা স্টাইল রয়েছে। আমার মনে হয়, নিজেদের স্টাইলে বিশ্বাস রেখে কাজ করাই জরুরি।’

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।