অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

পাকিস্তানের কাছে পাত্তাই পেলো না ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। জমজমাটই হবে, এমন আশা ছিল সমর্থকদের। হলো একদম একপেশে। পাকিস্তানের কাছে পাত্তাই পেলো না ভারত।

দুবাই আইসিসি একাডেমিতে আজ (সোমবার) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে ভারতকে ৮ উইকেট আর ১৮ বল হাতে রেখে হেসেখেলে হারিয়েছে পাকিস্তানের যুবারা।

টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছিল পাকিস্তান। ৯ উইকেটে ২৫৯ রানেই থামে ভারতের ইনিংস। ওপেনার আদর্শ সিং ৬২ আর অধিনায়ক উদয় সাহারান করেন ৬০ রান। ইনিংসের শেষভাগে শচিন দাস ৪২ বলে খেলেন ৫৮ রানের ঝোড়ো ইনিংস। এ ইনিংসে ২টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান এই ব্যাটার।

পাকিস্তানের পেসার মোহাম্মদ জিশান ৪৬ রানে একাই নেন ৪টি উইকেট।

জবাবে ২৮ রানে প্রথম উইকেট হারালেও এরপর আর তেমন বিপদে পড়েনি পাকিস্তান। ওপেনার শাহজাইব খান ৬৩ রান করে আউট হন। তৃতীয় উইকেটে ১২৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ বের করে নিয়ে আসেন আজান আওয়াইজ আর অধিনায়ক সাদ বাইগ।

আওয়াইজ করেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ১৩০ বলে ১০৫ রানের হার না মানা ইনিংসে ১০টি বাউন্ডারি হাঁকান এই ব্যাটার। অধিনায়ক সাদ ৫১ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।