শুভাগত বললেন, আমি নিজেকে এখনো ব্যাটার মনে করি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক চট্টগ্রাম থেকে
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৪

ঢাকায় নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি হয়েছিলো রংপুর রাইডার্সের। ওই ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একাদশ দেখেই অনেকে চোখ কপালে তুলেছিলো। শীর্ষে থাকা একটি দল কিভাবে আরেকটি শক্তিশালী ও ফেবারিট দলের বিপক্ষে ম্যাচে এমন একটি একাদশ তৈরি করতে পারেন? পুরো একাদশে মাত্র চারজন ব্যাটার। নিয়মিত একাদশেরও কয়েকজন ছিলেন না।

ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের শরীরি ভাষাও অনেকের কাছে বিস্ময় তৈরি করেছিলো। সালাউদ্দিন শাকিল ২ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। কিন্তু এরপর আর তাকে বোলিংয়ে আনা হয়নি। অধিনায়ক শুভাগত হোম ৮জন বোলার ব্যবহার করেছেন। তবুও রংপুর রাইডার্স এবারের আসরে প্রথম ২০০ প্লাস স্কোরের রেকর্ড গড়লো।

তাদের ২১১ রানের জবাবে চট্টগ্রাম থেমে যায় ১৫৮ রানে। ২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর তাদের ব্যাটিংয়ের গতি-প্রকৃতি দেখেও অনেকে বিস্ময় প্রকাশ করেছিলেন। কেউ কেউ বলছিলেন, বড় স্কোর দেখে কী চট্টগ্রাম হাল ছেড়ে দিয়েছে? তারা কী নিশ্চিত হয়ে গেছে যে জিতবে না? যে কারণে এত স্লো ব্যাটিং করছে তারা?

ম্যাচ শেষে একাদশ গঠন নিয়ে সংবাদ সম্মেলনে আসা সৈকত আলীকে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, কেন মাত্র চারজন ব্যাটার নিয়ে খেলতে নেমেছেন তারা? জবাবে সৈকত বলেছিলেন, ‘এটা ভালো বলতে পারবেন অধিনায়ক (শুভাগত হোম)। টিম কম্বিনেশন কেমন হবে, এটা অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা। এ বিষয়ে আমরা কিছু জানি না।’

চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার আগের দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুভাগত হোমের কাছে মাত্র চারজন স্পেশালিস্ট ব্যাটার খেলানো সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে শুভাগত হোম উত্তরটা ভিন্নভাবে দিলেন। উল্টো প্রশ্ন করলেন, ‘আমাদেরকে কী আপনাদের ব্যাটার মনে হয় না?’

শুভাগত হোম বলেন, ‘আমাদের যদি বোলার মনে করেন, তাহলে কিন্তু ঠিক না। ঘরোয়াতে যদি দেখেন, আমরাও কিন্তু ব্যাটার। পরিসংখ্যান যদি দেখেন, আমি জানি না আপানা কি মনে করেন। ব্যাটার না বোলার মনে করেন। তবে আমি নিজেকে এখনো ব্যাটার মনেকরি। সেই হিসেবে এখন…। ক্যাম্ফারও দেখেন, বরিশালের সাথে ৯ বলে ২৯ রান করেছে। ওটাও কিন্তু আমি ফেলে দিতে পারি না। বোলার হয়ে কিন্তু এ রকম ক্যামিও খেলতে পারে না। বাইরে থেকে অনেক কিছুই আসবে। এখন আমরা কি ফিল করছি সেটা গুরুত্বপূর্ণ। আমাদের দলের বেটার রেজাল্ট জন্য কি করণীয় সেই চেষ্টাই আমরা করছি।’

চট্টগ্রামে প্রথম ম্যাচেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচের একাদশে কী কোনো পরিবর্তন আসতে পারে?

শুভাগত হোম বলেন, ‘এটা বলা যায় না। শেষ ম্যাচে জাদরানকে আমরা মিস করেছি ব্যাক পেইন থাকায়। ক্যাম্ফারকে খেলিয়েছি। রিজার্ভে আমাদের তেমন বিদেশি খেলোয়াড়ও নেই। তামিম (তানজিদ তামিম) শেষ কয়েকটা ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি। তাই ওকে বিশ্রাম দেওয়া হয়েছে। যখন আমরা খেলতে নামি তখন প্রতিপক্ষ দল নিয়ে হোম ওয়ার্ক করতে হয়। কোনটা করলে বেটার হবে সেভাবেই দল সাজানো হয়। আশাকরি সেরা একাদশই আমরা খেলাতে পারবো।’

উইকেট কেমন হতে পারে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে? শুভাগত বলেন, ‘এখনো উইকেটে যাইনি। যেমনই দেখি, চট্টগ্রামে হাইস্কোরিং উইকেটই থাকে। আশাকরি সে রকম উইকেটই এবারও পাবো।’

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।