নিউজিল্যান্ডকে সরিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের শীর্ষে ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪ এএম, ০৩ মার্চ ২০২৪

নিউজিল্যান্ডকে সরিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে ভারত। অস্ট্রেলিয়ার কাছে ওয়েলিংটন টেস্টে ১৭২ রানের বড় ব্যবধানে হারের পর টেবিলে নিজেদের শীর্ষস্থান খুইয়েছে কিউইরা।

ওয়েলিংটন টেস্ট শুরুর আগে ৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট শতাংশ ছিল ৬০। অপরদিকে ৮ ম্যাচে কিউইদের পাশ কাটিেয়ে ৬২ পয়েন্ট শীর্ষস্থান দখলে নিয়েছে ভারত। ভারতীয়দের পয়েন্ট পার্সেন্টেজ এখন ৬৪.৫৮।

নিউজিল্যান্ডকে হারানো অস্ট্রেলিয়ার আছে টেবিলের তৃতীয়স্থানে। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ৭৮। পয়েন্ট পার্সেন্টেজ ৫৯.০৯।

আগামী ৭ মার্চ থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচে যদি ভারত হেরে যায়. তাহলে টেবিলের শীর্ষে উঠে যাবে অস্ট্রেলিয়া। যে কারণে, ৩-১ ব্যবধানে সিরিজ জিতলেও ধর্মশালার ম্যাচটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।