চ্যাম্পিয়ন্স লিগ জিতে মৃত কন্যাকে শ্রদ্ধা জানালেন পিএসজি কোচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০১ এএম, ০১ জুন ২০২৫
কন্যা খানার সঙ্গে তৎকালীন বার্সা কোচ এনরিক। ছবি: সংগৃহীত

মিউনিখে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শিরোপা জেতার পর সমর্থক-খেলোয়াড়রা সম্মিলিতভাবে শ্রদ্ধা জানান ক্লাবের কোচ লুইস এনরিকের মৃত কন্যাকে। পরিবারের প্রতি ভালোবাসা জানানোয় সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এনরিক।

২০১৯ সালে ৯ বছর বয়সে হাড়ের ক্যান্সারে মারা যান এনরিকের কন্যা খানা। মেয়ের স্মরণে ম্যাচের শুরু থেকেই কালো টি-শার্ট পরেছিলেন এনরিক।

ম্যাচ শেষে যখন মাঠে ট্রফি নিয়ে হাঁটছিলেন এনরিক, তখন পিএসজি সমর্থকরা বিশাল একটি ব্যানার প্রদর্শন করেন। যেখানে দেখা যায়, খানা এবং তার বাবা মিলেমিশে মাঠের মাঝবিন্দুতে একটি লাল-নীল পিএসজি পতাকা গেড়ে দিচ্ছেন।

এই দৃশ্যটি সাজানো হয়েছিল একটি পুরনো ছবির আদলে। ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসকে হারানোর পর এনরিক ও পাঁচ বছর বয়সী কন্যা খানা বার্লিনের অলিম্পিয়াস্টাডিয়নে বার্সেলোনার পতাকা গেঁথে দিচ্ছিলেন। ওই সময় এনরিক বার্সার কোচ ছিলেন।

খেলার পর সংবাদ সম্মেলনে এনরিক বলেন, ‘এটা অত্যন্ত আবেগপূর্ণ ছিল। সমর্থকেরা আমাকে ও আমার পরিবারকে স্মরণ করেছে। এটা খুবই সুন্দর। আমি সেই ব্যানার দেখে অভিভূত হয়েছি।’

শুধু শিরোপা জয় বলে নয়, সব সময়ই মেয়েকে স্মরণ করেন জানিয়ে এনরিক বলেন, ‘আমার মেয়ের কথা ভাবতে আমার কোনো ম্যাচ জয় কিংবা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির দরকার নেই। আমি প্রতিদিনই তার কথা ভাবি। সে সবসময় আমাদের সঙ্গে থাকে। এমনকি আমরা হারলেও আমি তার উপস্থিতি অনুভব করি। খানা সবসময় আমাদের সঙ্গে আছে। আমরা তাকে ভালোবাসি। আমরা তাকে আমাদের হৃদয়ে চিরদিন ধরে রাখবো।’

পিএসজির শিরোপা জয়ের এমন দিনে খানা থাকলে নিশ্চয়ই বাবার সঙ্গে অনেক আনন্দ করতো। সেই কল্পনা থেকে এনরিক বলেন, ‘আমি বিশ্বাস করি সে (খানা) এখানে আমাদের সঙ্গে দৌড়াত। এটি এক অসাধারণ অনুভূতি এবং এটি পরিবার ও বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়া খুব আনন্দের।’

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।