৭ গোলের থ্রিলারে বেলজিয়ামের নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১০ এএম, ১০ জুন ২০২৫

কেভিন ডি ব্রুইনার ৮৮ মিনিটের গোলেই বাঁচলো বেলজিয়াম। বিশ্বকাপ-২০২৬ বাছাইপর্বে নিজেদের ঘরের মাঠে ওয়েলসের বিপক্ষে রুদ্ধশ্বাস এক থ্রিলারে শেষ মুহূর্তে গোল করে দলকে ৪-৩ ব্যবধানে জয় এনে দেন বেলজিয়ান মিডফিল্ডার।

অথচ একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা একতরফা হবে। প্রথমার্ধে ২৭ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে যায় বেলজিয়াম। সেখান থেকে দুর্দান্ত কামব্যাক ওয়েলসের। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। ডি ব্রুইনার শেষ মুহূর্তের গোল নিশ্চিত করে বেলজিয়ামের মূল্যবান তিন পয়েন্ট।

প্রথমার্ধে মাত্র আধা ঘণ্টার মধ্যেই তিন গোল করে আধিপত্য বিস্তার করে বেলজিয়াম। ১৫ মিনিটে রোমেলু লুকাকুর পেনাল্টি থেকে করা গোল দিয়ে শুরু, এরপর ১৯ মিনিটে ইউরি টিলেমান্স ও ২৭ মিনিটে জেরেমি ডোকু গোল করে দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যান।

প্রথমার্ধের যোগ করা সময়ে গোলরক্ষক মাতজ সেলসের ভুলে পেনাল্টি পায় ওয়েলস। হ্যারি উইলসন স্পট কিক থেকে গোল করলে কিছুটা সাহস ফিরে পায় সফরকারীরা। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে উইলসনের নিখুঁত পাসে গোল করে ব্যবধান ৩-২ করেন সোরবা থমাস।

এরপর ৭০ মিনিটে আবারও উইলসনের ক্রস থেকে হেডের সাহায্যে বল বাড়ান থমাস, যা থেকে গোল করেন ব্রেনান জনসন। ৩-৩ সমতায় ফিরে এসে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ওয়েলস। কিন্তু শেষ হাসি হাসে বেলজিয়াম। ম্যাচের ৮৮তম মিনিটে টিলেমান্সের ক্রস থেকে একেবারে ফাঁকা জায়গায় বল পেয়ে গোল করে বেলজিয়ামকে জয় এনে দেন ডি ব্রুইনা।

পুরো ম্যাচে দুই দলের মাঝে ছিল টানটান উত্তেজনা। দুইটি পেনাল্টি, কয়েকটি দীর্ঘ ভিএআর পর্যালোচনা এবং দারুণ সব আক্রমণ-সব মিলিয়ে ম্যাচটি হয়ে উঠেছিল ড্রামায় ভরপুর।

এই জয়ের ফলে গ্রুপ জে-তে বেলজিয়াম তাদের দুটি ম্যাচ শেষে চার পয়েন্ট তুলে নিয়েছে। তারা আছে তিন নম্বরে। ওয়েলস চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। শীর্ষে উঠে এসেছে উত্তর মেসিডোনিয়া, যারা কাজাখস্তানের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়ে চার ম্যাচে সংগ্রহ করেছে ৮ পয়েন্ট।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।