রুদ্ধশ্বাস টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৪ এএম, ২৯ জুলাই ২০২৫

নারীদের কোপা আমেরিকায় রুদ্ধশ্বাস টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৫-৪ ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে গেছে কলম্বিয়া। আজ মঙ্গলবার সকালে ইকুয়েডরের কুইটোতে মূল সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ার পর ম্যাচের ফল নির্ধারণী টাইব্রেকারে অবতীর্ণ হয় দুই দল।

এই ম্যাচে দাপট দেখিয়েছে কলম্বিয়ার মেয়েরাই। তাদের বলের দখল ৬১ শতাংশ। আর আর্জেন্টিনা নিজেদের কাছে বল রাখতে পেরেছিল ৩৮ শতাংশ।

কলম্বিয়ান ফরোয়ার্ড মাইরা রামিরেজ (বামে) ও আর্জেন্টিনার ডিফেন্ডার কাতালিনা রোগেরোন (ডানে) বল দখলে নেওয়ার লড়াইয়ে। ছবি: সংগৃহীত

আক্রমণেও এগিয়ে ছিল গেল আসরের রানার্সআপ কলম্বিয়া। ১৯ শট নিয়েছে তারা, যার মধ্যে ৫টি অন-টার্গেট। অন্যদিকে আর্জেন্টিনার ১০ শটের মধ্যে অন-টার্গেট ছিল মাত্র ৩টি।

দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল বুধবার ব্রাজিলের মুখোমুখি হবে উরুগুয়ে। এই টুর্নামেন্ট সর্বোচ্চ ৮ বারের ও বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। সর্বশেষ ২০২২ আসরে কলম্বিয়াকে ১-০ গোলে নিজেদের অষ্টম শিরোপা জিতেছিল ব্রাজিলিয়ান মেয়েরা।

এমএইচ/

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।