২০২৮ সাল পর্যন্ত ইন্টার মিয়ামিতেই মেসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ২৪ অক্টোবর ২০২৫

অবশেষে ইন্টার মিয়ামির সঙ্গে নতুন চুক্তিতে সই করলেন লিওনেল মেসি। দীর্ঘ কয়েক মাসের আলোচনার পর সম্পন্ন হওয়া এই চুক্তির মাধ্যমে আর্জেন্টাইন মহাতারকা ২০২৮ সাল পর্যন্ত মেজর লিগ সকার (এমএলএস) ক্লাবটির সঙ্গে থাকছেন।

ইন্টার মিয়ামি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির চুক্তি স্বাক্ষরের একটি ছবি প্রকাশ করে সংক্ষিপ্ত বার্তায় লিখেছে— 'হি'জ হোম' বা 'সে নিজের ঘরেই আছে।'

এই নতুন চুক্তির ফলে মেসি আগামী বছর ক্লাবটির নতুন স্টেডিয়ামে অভিষেক মৌসুমে দলটির নেতৃত্ব দেবেন।

২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেসি ক্লাব ও আমেরিকান ফুটবলে নতুন মাত্রা যোগ করেছেন। তার উপস্থিতিতে ইন্টার মিয়ামির জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনি এমএলএস-এর দর্শক ও ব্যবসায়িক আগ্রহও রেকর্ড ছুঁয়েছে।

নতুন চুক্তির মাধ্যমে আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবল কিংবদন্তি ইন্টার মিয়ামির দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে মাঠের ভেতরে ও বাইরে নেতৃত্ব অব্যাহত রাখবেন।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।