ফ্রেঞ্চ কাপ

ঘরের মাঠে প্যারিসের কাছে হেরে বিদায় পিএসজির

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৫ এএম, ১৩ জানুয়ারি ২০২৬

ফ্রেঞ্চ কাপের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিদায় নিশ্চিত হয়ে গেছে শেষ বত্রিশে। নগর প্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির বিপক্ষে ঘরের মাঠেই ১-০ গোলের হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা।

গত মৌসুমে ১৬তম বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছিল পিএসজি। তবে এই মৌসুমে শীর্ষ লিগে উন্নীত হওয়া নগরত প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে হেরে বেজেছে বিদায় ঘণ্টা।

জোনাথান ইকোনো ম্যাচের ফলাফল নির্ধারণী একমাত্র গোলটি করেন। পিএসজির অ্যাকাডেমি থেকে ক্যারিয়ার শুরু করা ইকোনো গোল করে হারালেন শৈশবের অ্যাকাডেমির সিনিয়র দলকে।

লুইস এনরিকের শীষ্যরা দারুণ প্রচেষ্টা চালালেও প্যারিস এফসির গোলকিপার ওবেদ এনকাবাদিওর একের পর এক দুর্দান্ত সেভে গোলের দেখা পায়নি। বিশেষ করে ইনজুরি টাইমে দূরপাল্লার এক শট দারুণভাবে ঠেকিয়ে ভিতিনিয়ার।

২০১৪ সালের পর প্রথমবার ফ্রেঞ্চ কাপের শেষ-৩২ পর্বে হারলো পিএসজি।

ম্যাচ জেতানো গোল করে ইকোনে বলেন, ‘আমরা সত্যিই খুব খুশি। আমরা দারুণভাবে রক্ষণ করেছি। নিজের গোলটি করতে পেরে আমি ভীষণ আনন্দিত। এটা নিখাদ আনন্দ, আর আশা করি এটি আমার শেষ গোল নয়।’

এর আগে, চলতি মাসের শুরুতে দুই দল মুখোমুখি হয়েছিল শীর্ষ লিগে, যা ছিল ১৯৯০ সালের পর প্রথম টপ-ফ্লাইট প্যারিস ডার্বি। সেই ম্যাচে ডিজায়ার দুয়ে ও উসমান দেম্বেলের গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজি।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।