মোহামেডানকে হারিয়ে লিগ শেষ ব্রাদার্সের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১২ জানুয়ারি ২০১৮

প্রথম পর্বে মোহামেডানের কাছে হারের প্রতিশোধ নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাদা কালোদের ১-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ শেষ করলো কমলা জার্সিধারীরা। প্রথম পর্বে মোহামেডান জিতেছিল ৪-৩ গোলে। ব্রাদার্সের জয়সূচক গোলটি করেছেন আরিফুল ইসলাম শান্ত।

এ ম্যাচের আগেই পঞ্চম স্থান নিশ্চিত ছিল মোহামেডানের। ম্যাচের ফল তাদের টেবিলের অবস্থানে পরিবর্তন না আনলেও শেষ ম্যাচটার সঙ্গে যোগ হলো হার। তাতে লিগে তাদের হারে পাল্লা বাড়লো। ২২ ম্যাচ এটি অষ্টম হার মোহামেডানের। ৯ ম্যাচ জিতে ৫ ম্যাচ ড্র করেছেন তারা। লিগ শেষ তাদের পয়েন্ট ৩২।

শেষ ম্যাচে জয় পাওয়ায় ব্রাদার্স উঠলো সপ্তম স্থানে। ২২ ম্যাচে ৫ জয়, ৭ ড্র ও ১০ হার তাদের। তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। শেষ ম্যাচে আরামবাগ জিতলে আটে নেমে যাবে ব্রাদার্স।

আরআই/এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।