গোপালগঞ্জকে হারালো চুয়াডাঙ্গা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ২২ এপ্রিল ২০১৮

বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্টের রোববারের খেলায় জয় পেয়েছে চুয়াডাঙ্গা জেলা ফুটবল দল। তারা ১-০ গোলে গোপালগঞ্জ জেলাকে পরাজিত করেছে।

বৃষ্টির কারণে ম্যাচটি ৯০ মিনিটের পরিবর্তে ৪০ মিনিটে নামিয়ে আনা হয়। ম্যাচে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের সময় চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় টিটো জয়সূচক গোলটি করেন।

খেলা পরিচালনা করেন দ্বিতীয় শ্রেণির রেফারী পলাশ সেন। সহকারী রেফারী ছিলেন জীবন দাস, এম এস আলম ও শামীম হাসান।

সোমবার বিকাল ৪ টায় রাজশাহীর শহীদ এএচই এম কামরুজ্জামান স্মৃতি সংসদ মুখোমুখি হবে মাগুরা জেলা ফুটবল দলের।

শওকত আলী বাবু/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।