ফুটসালের অভিজ্ঞতা অর্জনে ব্যাংকক যাচ্ছেন সাবিনারা
আরেকটি অধ্যায় যোগ হতে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবলে। সাবিনা-কৃষ্ণারা এবার খেলবেন ফুটসাল। যদিও সাবিনা খাতুনের এ অভিজ্ঞতা আছে। ২০১৬ সালে মালদ্বীপের ঘরোয়া ফুটসালে খেলেছেন জাতীয় দলের অধিনায়ক। বাকিদের কাছে ফুটসাল হবে নতুন অভিজ্ঞতা। ২ থেকে ১২ মে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে এএফসি উইমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল সোমবার দুপুরে ব্যাংকক রওয়ানা দেবে।
ফাইভ এ সাইড টুর্নামেন্টে অংশ নেবে এশিয়ার ১৫ দেশ ৪ গ্রুপে ভাগ হয়ে। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে মালয়েশিয়া, ভিয়েতনাম ও চাইনিজ তাইপের সঙ্গে। ২ মে সাবিনাদের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া। ৩ মে ভিয়েতনামের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচ ৬ মে চাইনিজ তাইপের সঙ্গে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ উঠবে কোয়ার্টার ফাইনালে।
‘আমি মালদ্বীপের ক্লাবে ফুটসাল খেলি ২০১৫ ও ২০১৬ সালে। তবে এখন খেলতে যাচ্ছি জাতীয় দলের হয়ে। ক্লাব আর জাতীয় দলের মধ্যে অনেক পার্থক্য। আসলে আমরা নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য যাচ্ছি। দেশের জার্সি গায়ে আমাদের কারোরই ফুটসালে খেলার অভিজ্ঞতা নেই। আমরা ভালো খেলার চেষ্টা করবো প্রথম অংশগ্রহণে’- রোববার সংবাদ সম্মেলনে বলছিলেন দলের অধিনায়ক সাবিনা খাতুন।
দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘আমরা ৪১ জন মেয়ের মধ্যে ১৪ জন বেছে নিয়েছি। প্রথমবারের মতো ফুটসাল খেলতে যাচ্ছি। নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। আমি বলবো, অভিজ্ঞতা অর্জনের জন্যই আমাদের এ টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া। মেয়েদের জন্য এটা হচ্ছে শুরু; কিন্তু প্রতিপক্ষ দলগুলো অভিজ্ঞতায় ভরপুর। ভিয়েতনাম সাউথ ইস্ট এশিয়ান গেমেসর ৫ বারের রানার্সআপ।’
বাংলাদেশের ম্যাচগুলোর সূচি
২ মে : বাংলাদেশ-মালয়েশিয়া
৩ মে : বাংলাদেশ-ভিয়েতনাম
৬ মে : বাংলাদেশ-চাইনিজ তাইপে
আরআই/আইএইচএস/আরআইপি