পুলিশ ফুটবল ক্লাবের কাছে ২-১গোলে আরামবাগের হার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কাছে ২-১ গোলে হেরেছে আরামবাগ ক্রীড়া সংঘ। বৃহস্পতিবার বিকেলে মুন্সিগঞ্জের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আরামবাগের হোম ভেন্যুতে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধে ১৪মিনিটতে গোল করেন পুলিশ ফুটবল ক্লাবের ১১নং জার্সি পরিহিত ফরোয়ার্ড মোঃ জমির উদ্দিন। ২৯মিনিটে পুলিশ ফুটবল ক্লাবের হয়ে দ্বিতীয় গোলটি করেন ১৫নাম্বার জার্সি পরিহিত মিডফিল্ডার ফ্রেডরিক পুডা। ফলে প্রথমার্ধে ২-০গোলে এগিযে থাকে পুলিশ ফুটবল ক্লাব।
তবে দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আরামবাগ। ৭২মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে পুলিশ ফুটবল ক্লাবের জালে জড়িয়ে দেন আরামবাগের ফরওয়ার্ড নিশাত জামান উচ্ছাস। এতে ব্যবধান কমে দাঁড়ায় ২-১। তবে শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। এ ম্যাচেও পরাজিত থাকে আরামবাগ।
আর খেলায় ৬৩মিনিটে রেফারির প্রদর্শিত একমাত্র হলুদ কার্ডটি দেখতে হয়েছে আরামবাগের মিডফিল্ডার মোঃ রাকিবুল ইসলামকে।
আইএইচএস/জিকেএস