বঙ্গমাতা ফুটবলে যশোরে চ্যাম্পিয়ন সাতক্ষীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৪১ এএম, ২৯ ডিসেম্বর ২০২১

বঙ্গমাতা জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে যশোর ভেন্যুতে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা জেলার মেয়েরা, রানার্সআপ হয়েছে নড়াইল জেলা।

মঙ্গলবার শামস-উল-হুদা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সাথে খেলে নড়াইলের জালে ৯টি গোল দেয় সাতক্ষীরার দলটি। সাতক্ষীরার হয়ে হ্যাটট্রিক করেছেন সুমাইয়া ও প্রতিমা।

সুমাইয়া ম্যাচের ১৮, ৪৮ ও ৮৪ মিনিটে গোল তিনটি করেন। প্রতিমা গোল তিনটি করেন ম্যাচের ৩১, ৭০ ও ৮৬ মিনিটে। এছাড়া আরও গোল করেন রাফিজা ১১ এবং সাথী ২১ ও ৫৫ মিনিটে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যশোর জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর শিক্ষা বোর্ডের ক্রীড়া কর্মকর্তা আফম আশাফুদ্দৌলা টিটো, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য আলমগীর সিদ্দিকী, সাব্বির আহমেদ পলাশ, সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

মিলন রহমান/এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।