৯-০! রোনালদোকে ছাড়াই আল নাসরের ইতিহাস গড়া জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ১৩ মে ২০২৫

সৌদি প্রো লিগে সোমবার প্রিন্স হাতলুল বিন আবদুলআজিজ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল আখদুদের বিপক্ষে ৯-০ গোলের রেকর্ড জয় তুলে নিলো আল নাসর, সেটা আবার দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়াই!

লিগ শিরোপা দৌড়ে ছিটকে পড়লেও এই জয়ে আল নাসর পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে, ৩১ ম্যাচে তাদের সংগ্রহ এখন ৬৩ পয়েন্ট।

এই ম্যাচটি ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বড় জয় হিসেবে রেকর্ডে ঠাঁই করে নিয়েছে। এর আগে তাদের সর্বোচ্চ জয় ছিল গত মৌসুমে আবহা ক্লাবের বিপক্ষে ৮-০ গোলের ব্যবধান।

অধিনায়ক রোনালদো ম্যাচের স্কোয়াডে ছিলেন না। গণমাধ্যমের খবরে জানা যায়, কোচ স্টেফানো পিওলি শারীরিক ক্লান্তির কারণে তাকে বিশ্রাম দিয়েছেন। তবে তার অনুপস্থিতি আল নাসরের দাপট কমাতে পারেনি।

১৬তম মিনিটে ম্যাচের প্রথম গোল করেন আইমানইয়াহিয়া। এরপর জন ডুরান ও মার্সেলো ব্রোজোভিচ ম্যাচের ৩০ মিনিটের মধ্যেই স্কোরলাইন ৩-০ করেন।

প্রথমার্ধের ইনজুরি সময়ে সাদিও মানে পেনাল্টি থেকে নিজের প্রথম গোলটি করেন, প্রথমার্ধে আল নাসরের লিড দাঁড়ায় ৪-০।

বিরতির পরপরই ডুরান নিজের দ্বিতীয় গোলটি করেন। এরপর মানে পরপর তিনটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এবং ম্যাচে নিজের গোল সংখ্যা দাঁড় করান চার।

ম্যাচের শেষদিকে মোহাম্মদ মারান আরেকটি পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন করেন ৯-০।

এই জয়ের মাধ্যমে আল নাসর দেখিয়ে দিল, দলের নির্ভরযোগ্য খেলোয়াড় রোনালদোর অনুপস্থিতিতেও তারা বিপক্ষ দলকে পুরোপুরি ছারখার করতে সক্ষম।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।