পৌর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পরবেন মাশরাফি


প্রকাশিত: ০৬:৩৯ এএম, ০৬ জুলাই ২০১৬
ফাইল ছবি

নড়াইলে পবিত্র ঈদুল-ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে নড়াইল পৌর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়। আর এখানেই ঈদের নামাজ আদায় করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রঙিন জার্সির অধিনায়ক মাশরাফি বিন মুর্তূজা।

এরপর পৌর-গোরস্থানে জিয়ারত শেষে বন্ধুবান্ধব,আত্বীয়স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করবেন মাশরাফি। বিষয়টি নিশ্চিত করেছেন মারশাফির মামা নাহিদ। নাহিদ আরো বলেন, ‘গতকাল সন্ধার আগে মারশাফি তার স্ত্রী কন্যা পুত্রসহ আমার বাড়িতে পৌঁছেছে। এখানে ঈদ করার পর আগামী ১০ জুলাই ঢাকার উদ্দেশ্যে নড়াইল ত্যাগ করবে ওরা।’

এবার বাড়ি যেতে টিকিট নিয়ে বিড়ম্বনায় পড়েছিলেন মাশরাফি। পরিবারের সদস্য সাতজন হলেও টিকিট পেয়েছিলেন চারটি। তাই মাশরাফি তার স্ত্রী সন্তানদের নিয়ে বিমানে আসেন। বাকী সবাই স্থলপথে আসেন বলে জানান মাশরাফির মামা।

হাফিজুল নিলু/আরটি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।