মেসি জাদুতে বার্সার জয়


প্রকাশিত: ০৪:৫৩ এএম, ১২ জানুয়ারি ২০১৫

রোববার মেসি জাদুতে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনল কাতালন জায়েন্টরা।

লিওনেল মেসির দিনে বার্সার হয়ে গোল পেয়েছেন দলটির আক্রমণ ভাগের তিন সেরা ফুটবলারই। শুরুটা হয়েছিল নেইমারের পায়ে,সমাপ্তি টেনেছেন মেসি নিজেই।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে খেলার ১২ মিনিটে কাতালনদের এগিয়ে দেয় ব্রাজিলিয়ান তারকা নেইমার। মেসির কাছ থেকে বল পেয়ে এই গোল করে নেইমার। খেলার ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে এই মৌসুমে বার্সায় যোগ দেয়া সুয়ারেজ।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ডিয়াগো সিমিওনের দল। নিজেদের রক্ষণ আগলে বারবার স্বাগতিকদের উপর আক্রমণ চালায় মারিও মানজুকিচ-অ্যান্টোনিও গ্রিজম্যানরা। ৫৭ মিনিটে তারই সুফল পায় মাদ্রিদের ক্লাবটি।পেনাল্টি থেকে গোল করে মারিও মানজুকিচ। গোটা ম্যাচে দারুণ নৈপূণ্য প্রদর্শন করা মেসি ম্যাচের শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে গোল করে স্কোরলাইনকে ৩-১ করেন। এই ম্যাচের পর শীর্ষে থাকা রিয়ালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৪১ পয়েন্ট বার্সার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।