টি২০ অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে সালমা


প্রকাশিত: ০৮:২৯ এএম, ১২ জানুয়ারি ২০১৫

ছেলেদের পর এবার মেয়েদের র‌্যাংকিংয়েও দাপট শুরু হলো বাংলাদেশের। মেয়েদের টি২০ অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন।

আইসিসির বর্তমান টি২০ র‌্যাংকিংয়ে ২৯১ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন সালমা। আইসিসির টি২০,ওয়ানডে এবং টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান দখলের কীর্তি রয়েছে সাকিব আল হাসানের।

পুরুষ এবং নারীদের ক্রিকেটে একই সঙ্গে টি২০  অলরাউন্ডার র‌্যাংকিংয়ে বাংলাদেশের দুই ক্রিকেট তারকার নাম আন্তর্জাতিক ক্রিকেটে বিরল ঘটনাই। বাংলাদেশের জন্য গৌরবের বিষয়ও।  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।