অনুশীলনে উপস্থিত রুবেল


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১২ জানুয়ারি ২০১৫

বিশ্বকাপ মিশন সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্প। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়া অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ক্যাম্পে অংশ নিয়েছেন সদ্যই কারাগার থেকে জামিনে মুক্ত হওয়া পেসার রুবেল হোসেনও।

রোববার নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা ধর্ষণ মামলা থেকে জামিন ও কারামুক্তি পাওয়ার পরের দিন যথাসময়েই প্রস্তুতি শিবিরে হাজির হন জাতীয় দলের এই পেসার।  প্রাথমিক দলে থাকা ১৫ ক্রিকেটারের মধ্যে থেকে ১৩জন এদিন অনুশীলনে উপস্থিত ছিলেন। বিগব্যাশ টি-টোয়েন্টি লিগ খেলতে অস্ট্রেলিয়ায় থাকায় উপস্থিত ছিলেন না সাকিব আল হাসান আর চিকিৎসা নিতে মেলবোর্নে থাকা অনুপস্থিত ছিলেন তামিমও।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর নবাগত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি ধর্ষণের অভিযোগ এনে রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় রুবেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ফেলে জেলহাজতে যেতে হয়েছিল টাইগার পেসারকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।