জেসুস-সিলভা নৈপুণ্যে তিনে ম্যানসিটি


প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৩ মে ২০১৭

ম্যানচেস্টার সিটির আক্রমণের ভরসার প্রতীক হয়ে উঠছেন গ্যাব্রেইল জেসুস। আরও একবার তার প্রমাণ রাখলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। লেস্টার সিটির বিপক্ষে অসাধারণ পারফর্ম করেছেন তিনি। জেসুসের সঙ্গে আলো ছড়িয়েছেন ডেভিড সিলভাও। জেসুস-সিলভা নৈপুণ্যে লেস্টারকে ২-১ গোলে হারিয়ে লিগ টেবিলের তিনে উঠেছে ম্যানচেস্টার সিটি।

এই জয়ে ৩৬ ম্যাচ শেষে সিটিজেনদের সংগ্রহ দাঁড়াল ৭২। পেপ গার্দিওলার দল পেছনে ফেলেছে লিভারপুলকে। সমসংখ্যক ম্যাচে অল রেডসদের পুঁজি ৭০। শীষে থাকা চেলসির ভাণ্ডারে জমা আছে ৮৭। ব্লুজরা ইতোমধ্যে শিরোপা নিশ্চিত করে ফেলেছে।

গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ইতিহাদ স্টেডিয়ামে লেস্টারকে স্বাগত জানায় ম্যানসিটি। ঘরের মাঠের সুবিধা আদায় করে নিতে সক্ষম হয়েছেন গার্দিওলার শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধেই দুটি গোল আদায় করে নিয়েছে স্বাগতিকরা। সিটিজেনদের হজম করা গোলটিও এসেছে প্রথমার্ধে।

২৯ মিনিটে ম্যানসিটিকে লিড এনে দেন ডেভিড সিলভা। লেরয় সানের সহায়তায় দুর্দান্ত এক গোল করেন স্প্যানিশ এই ফুটবলার। সিটির গোল ব্যবধান দ্বিগুণ করেন জেসুস। ৪২ মিনিটে লেস্টারের পক্ষে একমাত্র গোলটি করেন ওকাজাকি।

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।