কুড়িগ্রামে শেখ কামাল ফুটবল লীগে খেলাধুলা সংঘ চ্যাম্পিয়ন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় কুড়িগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় পক্ষকাল ব্যাপি শেখ কামাল নিটল টাটা ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ফুটবল লীগের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে যুব সংসদ ও খেলাধুলা সংঘ। প্রথমার্ধ্বের খেলায় ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে যুব সংসদকে ২-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় খেলাধুলা সংঘ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এবিএম আজাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপিত মানষ দাস ধলু প্রমুখ।
শেখ কামাল নিটল টাটা ফুটবল লীগের ফাইনাল খেলায় খেলাধুলা সংঘের খেলোয়াড় নুর ইসলাম সর্বোচ্চ গোলদাতা এবং নিরব শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিন হন।
এমএএস/আরআই