ফতুল্লা স্টেডিয়াম নিয়ে বিসিবির সন্তোষ প্রকাশ


প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১৭ মে ২০১৫

আগামী মাসেই ভারতের বিপক্ষে হোম সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে তিনটি একদিনের ও একটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি আগামি ১০ জুন শুরু হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

এ টেস্ট ম্যাচকে সামনে রেখে রোববার বিকেলে বিসিবির উর্ধ্বতন কর্মকর্তারা ফতুল্লা মাঠ পরিদর্শনে যান। সেখানে তারা মাঠের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যেগ নেন।

বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন মাঠ পরিদর্শন শেষে বলেন, মাঠ পুরোপুরি ঠিক আছে। উইকেটে কোন সমস্যা নেই। ড্রেসিং রুম, ভিআইপি বক্স, হসপিটালিটি বক্স সব কিছুই পরিপাটি রয়েছে। তবে অনেক দিন খেলা না হওয়ার কারণে টুকটাক যে সমস্যা হওয়ার কথা, সেটা হয়েছে। আমরা আজ সমস্যাগুলোর একটি তালিকা তৈরি করেছি। আগামি কয়েকদিনের মধ্যে এগুলো সমাধান করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিজাম উদ্দিন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফতুল্লায় খেলা দেখবেন এমন কোন সিদ্ধান্তের কথা এখনো আমরা জানি না। যদি আসেন, তাহলে সবাই জানতে পারবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া, গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিজ কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু।

এদিকে, বাংলাদেশ সফর থেকে অব্যাহতি চাওয়ায় মহেন্দ্র সিং ধোনী-বিরাট কোহলিদের জায়গায় দলে ঠাঁই পেতে পারেন অফফর্মের জন্য দীর্ঘ দিন ধরে দলের বাইরে থাকা বীরেন্দ্র শেবাগ, যুবরাজ সিং, হরভজন সিং, গৌতম গাম্ভির ও জহির খান। এ পাঁচ সিনিয়র ক্রিকেটারকে যাচাই করে নেয়ার ঈঙ্গিত দিয়েছে বিসিসিআই।

মো:শাহাদাৎ হোসেন/এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।