জাতীয় যুব হ্যান্ডবলে নওগাঁর জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ০৫ আগস্ট ২০১৭

জয় দিয়ে জাতীয় যুব হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ শুরু করেছে নওগাঁ জেলা। শনিবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নওগাঁ ২৬-৬ গোলে যশোরকে পরাজিত করেছে। প্রথমার্ধে নওগাঁ ১১-৪ গোলে এগিয়েছিল।

2017August

প্রথম দিনের অন্যান্য ম্যাচে জামালপুর ১৪-২ গোলে কুষ্টিয়াকে, ঢাকা ১০-১ গোলে বাগেরহাটকে, পঞ্চগড় ১৫-১৪ গোলে ঢাকাকে পরাজিত করে। রাজশাহী ও দিনাজপুরের খেলা ৪-৪ গোলে ড্র হয়।

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আজম।

আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।