উত্তরপ্রদেশে ভেঙে পড়ল যুদ্ধবিমান


প্রকাশিত: ০৮:০৩ এএম, ১৬ জুন ২০১৫

ভারতে উত্তরপ্রদেশের এলাহাবাদে ভারতীয় বিমানবাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়েছে। মঙ্গলবার সকাল ৭টা ২৫ মিনিটে বিমানটি এলাহাবাদ বেসক্যাম্প থেকে উড়ে যায়। পরে সকাল পৌনে ৯টায় ক্যাম্প থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে বিমানটি ভেঙে পড়ে।

বিমানবাহিনী সূত্র জানায়, বিমানের দু’জন পাইলটই দুর্ঘটনার আগে ঝাঁপ দেন। তাদের খোঁজে জোর সন্ধান চালানো হচ্ছে। ঘটনা খতিয়ে দেখতে ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, গত মার্চে পাঞ্জাবের হরিয়ানার শাহবাগে ভেঙে পড়ে আরেকটি জাগুয়ার বিমান। সে যাত্রায় রক্ষা পেয়ে যান ওই বিমানের চালক।

বিএ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।