ঈদে অভ্যন্তরীণ রুটে বাংলাদেশ বিমানের বিশেষ ছাড়


প্রকাশিত: ০৪:৩৭ এএম, ১০ জুলাই ২০১৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ সব রুটের ভাড়া কমানো হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশ বিমান জানায়, ঈদের সময়ে ঢাকা থেকে যেকোনো অভ্যন্তরীণ গন্তব্যে সময় ভেদে ২০০ থেকে ৫০০ টাকা কম ভাড়ায় ভ্রমণ করা যাবে। আর অভ্যন্তরীণ যেকোনো গন্তব্য থেকে ঢাকা আসতে এক হাজার টাকা পর্যন্ত ভাড়া কমানো হয়েছে। হ্রাসকৃত ভাড়ার এই কর্মসূচি ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের বাড়তি চাপ মোকাবিলায় ১৫ জুলাই যশোর, রাজশাহী ও সৈয়দপুরে ‘বিশেষ-অতিরিক্ত’ ফ্লাইট পরিচালনা করা হবে।

এ ছাড়া লন্ডন থেকে আসা সিলেট-ঢাকা ফ্লাইটে (বিজি-৬০৭) প্রতি শনিবার করসহ মোট দুই হাজার টাকায় এবং মঙ্গল, বৃহস্পতি ও শনিবার বিজি-৬০৫ ফ্লাইটে করসহ আড়াই হাজার টাকায় ভ্রমণ করা যাবে।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।