মেক্সিকোয় বজ্রপাতে একই পরিবারের ৭ জনের মৃত্যু


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৫ জুলাই ২০১৫

মেক্সিকোর গ্রামীণ এলাকায় শুক্রবার বজ্রপাতে ৪ শিশুসহ একই পরিবারের ৭ জন মারা গেছে।মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের মেসা কুয়াতা শহরে ঝড়ের সময় তারা ক্ষেতে কাজ করছিল। এ ঘটনায় ২৬ বছর বয়সী এক নারী ও আরো এক শিশু আহত হয়েছে।

গুয়ানাজুয়েতোর বেসামরিক সুরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে টেলিফোনে জানান, এই ঘটনায় নিহত শিশুদের বয়স ৩ বছর, ৫ বছর, ৯ বছর ও ১৪ বছর। এ ছাড়া এ ঘটনায় প্রাণ হারিয়েছেন আরো তিন নারী।

একে/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।