স্বাগতিক বাগেরহাটকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে পাবনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ২৯ এপ্রিল ২০১৮

বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত চতুর্থ শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাগেরহাটকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পাবনা জেলা পুলিশ দল।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৯০ মিনিটের প্রথমার্ধে ২৫তম মিনিটে পাবনা জেলা পুলিশ দলের মুন্না প্রথম গোল করেন। ৪১ মিনিটের মাথায় বাগেরহাট জেলা দলের বিদেশি খেলোয়াড় কস্তা গোল পরিশোধ করে খেলায় সমতা আনেন। দ্বিতীয়ার্ধে ৪২ মিনিটে একক প্রচেষ্টায় বাগেরহাট দলের কস্তা আরও এক গোল করে দলকে এগিয়ে নেন। তবে ১ মিনিট যেতে না যেতেই পাবনা পুলিশ দলের কাফি গোল শোধ করে দেন।

ইনজুরি সময়সহ পরবর্তী ৭ মিনিট দু'দল আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও আর গোলের দেখা পায়নি। ফলে ২- ২ গোলে সমতা থাকায় টাইব্রেকারে অনুষ্ঠিত হয়। সেখানে বাগেরহাটকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাবনা জেলা পুলিশ দল।

সোমবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে রাজশাহী এইচ এম কামরুজ্জামান স্মৃতি সংসদ ও ঢাকা সাইফ পাওয়ার স্পোর্টিং ক্লাব। আগামী ৩ মে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

শওকত আলী বাবু/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।