ছোট দাবাড়ুদের মাঝে বড় অতিথি
বাংলাদেশ দাবা ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটি দায়িত্ব নেয়ার পর বেশ কয়েকজন আন্তর্জাতিক কর্মকর্তার পা পড়েছে ঢাকায়। সর্বশেষ আসলেন এশিয়ান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক হিশাম আল তাহির। তার ঢাকা আগমনের কারণ জুলাইয়ে নির্ধারিত এশিয়ান ন্যাশন্স কাপ চ্যাম্পিয়নশিপের অগ্রগতি নিয়ে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা।
১৫ থেকে ২৭ জুলাই ঢাকায় হওয়ার কথা এশিয়ার সবচেয়ে বড় ও মর্যাদার এ দাবা টুর্নামেন্ট। এশিয়ান নেতাকে পেয়ে রোববার জাতীয় সাব-জুনিয়র দাবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি করেছে দাবা ফেডারেশন।
সংযুক্ত আরব আমিরাতের এ ভদ্রলোককে ছোটদের বন্ধুসুলভও মনে হলো। চ্যাম্পিয়নশিপ উদ্বোধনের সময় তিনি কথা বললেন ফিদে মাস্টার ফাহাদ রহমানসহ আরো কয়েকজন প্রতিযোগির সঙ্গে। ছোট ছোট দাবাড়ুদের সঙ্গে আলাপও জমিয়ে তুললেন এ বড় অতিথি। ফাহাদ, মনন রেজা নূরদের খেলার পাশাপাশি পরিবারেরও খোঁজ নিলেন হিশাম আল তাহির। প্রধান অতিথির ভাষণে দাবার উন্নয়নে বাংলাদেশের পাশে থাকারও প্রতিশ্রুতি দিলেন এশিয়ার সাধারণ সম্পাদক।
সাইফ পাওয়ারটেক ব্যাটারির পৃষ্ঠপোষকাতয় জাতীয় সাব-জুনিয়র দাবার ৩৭ তম আসরের ওপেন বিভাগে ৩২ জেলা, ঢাকা শহরের জন খেলোয়াড় এবং বালিকা বিভাগে ২২টি জেলা ও ঢাকা শহরের ৩৯ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পর দ্বিতীয় রাউন্ডে ওপেন বিভাগে গতবারের চ্যাম্পিয়ন ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, রানার-আপ সুব্রত বিশ্বাস, নাইম হক, স্বর্নাভো চৌধুরী, সাদনান হাসান দিহান, অমিত বিক্রম রায় ও মনন রেজা নীড়, দিবাকর দিব্য, মোর্তুজা মাহথির ইসলাম, নাফিম আল করীম, মাহিন আহমেদ শুভসহ ২১ জন খেলোয়াড় পূর্ণ ২ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
বালিকা বিভাগে গতবারের চ্যাম্পিয়ন নোশিন আঞ্জম, জান্নাতুল ফেরদৌস, ওয়ালিজা আহমেদ, সামিহা চৌধুরী ও তাসনিয়া তারান্নুম অর্পাসহ ৭ জন খেলোয়াড় পূর্ণ দুই পয়েন্ট করে নিয়ে পেয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদউল্যা, সহ সভাপতি গাজী সাইফুল তারেক, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম, আলাউদ্দিন সাজু, শেখ মনিরুল ইসলাম আলমগীর, আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ ও ন্যাশনাল ইন্সট্রাক্টর মাহমুদা হক চৌধুরী মলি।
আরআই/এমএমআর/আরআইপি