নতুন রূপে সেজেছে মিরপুর সুইমিং কমপ্লেক্স

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম রফিকুল ইসলাম , বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৪৩ এএম, ০২ জানুয়ারি ২০২০

‘ইলেকট্রনিক্স স্কোরবোর্ড’- মিরপুর সুইমিং পুলের আক্ষেপের এক নাম। স্থাপিত হওয়ার পর স্কোরবোর্ড কখনও ব্যবহার করা গেছে, কখনও যায়নি। দীর্ঘদিন ধরে এই স্কোরবোর্ড মিরপুর সুইমিং কমপ্লেক্সের পুলে পড়ে ছিল কালের স্বাক্ষী হয়ে। সাঁতারুদের সেই আক্ষেপ এবার কাটছে। নতুন স্কোরবোর্ড বসেছে দেশের প্রধান এই সুইমিং পুলে।

মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সের স্কোরবোর্ড ঠিক না থাকার কারণেই বাংলাদেশ সাঁতার ফেডারেশন আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েও থেমে গেছে একাধিকবার। এবার হয়তো সে সমস্যায় পড়তে হবে না।

দুই বছর আগে জাতীয় ক্রীড়া পরিষদ সুইমিং কমপ্লেক্স বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছিল। ২০১৯ সালের ডিসেম্বরে শেষ হয়েছে সেই সংস্কার কাজ। সংস্কার কাজের অন্যতম নতুন স্কোরবোর্ড স্থাপন।

এলইডি স্কোরবোর্ড স্থাপন ছাড়াও হোস্টেল ৪ থেকে ৬ তলা করা হয়েছে, লিফট স্থাপন করা হয়েছে, ভিভিআইপি বক্স তৈরি করা হয়েছে, পুলের পুরোনো টাইলস উঠিয়ে নতুন টাইলস বসানো হয়েছে। বসানো হয়েছে ওয়াটার ক্যামেরা। গ্যালারিতে বসেছে শেড।

ইলেকট্রনিক্স স্কোরবোর্ডসহ পুরো সংস্কারের জন্য প্রথম বাজেট করা হয়েছিল ১০ লাখ ৫০ হাজার টাকা। পরে তা বেড়ে দাঁড়ায় ১২ কোটি ৫৮ লাখ টাকা। এই সাড়ে ১২ কোটি টাকায় দেশের প্রধান সুইমিং কমপ্লেক্সটি সেজেছে নতুন করে।

১৯৯৩ সালে ঢাকা এসএ গেমসকে সামনে রেখে স্থাপিত করা হয়েছিল এই সুইমিং পুল। ২০১০ সালে এসএ গেমসের জন্য স্কোরবোর্ডটি সচল করা হয়েছিল। তবে পরে আবার যে লাউ সেই কদু হিসেবেই পড়েছিল স্কোরবোর্ডটি।

সাঁতারুদের দীর্ঘদিনের দাবি ছিল নতুন স্কোরবোর্ড নির্মাণের। ফেডারেশনেরও তাগাদা ছিল। অবশেষে সাঁতারের দীর্ঘদিনের একটা দাবি পূরণ হয়েছে সুইমিং কমপ্লেক্সে সংস্কারের মধ্যে দিয়ে।

মিরপুর সুইমিংপুলের ডাইভিং বোর্ড তৈরি করা হয়েছিল হাস্যকরভাবে। ত্রুটিপূর্ণভাবে নির্মাণের কারণে সেটা কখনোই ব্যবহার করা যায়নি। যে কারণে মিরপুর পুলে জাতীয় চ্যাম্পিয়নশিপ বা অন্য কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা হলেও ডাইভিং করতে হতো অন্য পুলে।

দীর্ঘ ২৭ বছর পর সেই ডাইভিং বোর্ড ভেঙ্গে নতুন করে তৈরি করা হয়েছে। সাঁতারুদের জন্য এটা সুখবর। নতুন বছরে সাঁতারুরা পাচ্ছেন নতুন করে সাজানো এক সুইমিং কমপ্লেক্স এবং দীর্ঘ প্রতিক্ষীত অত্যাধুনিক ইলেক্ট্রনিক্স স্কোরবোর্ড।

এত খুশির খবরের মধ্যে অস্বস্তির কথাও আছে। নতুন করে স্থাপিত ইলেক্ট্রনিক্স স্কোরবোর্ডটি দুই দিন আগে পরীক্ষামূলকভাবে চালিয়ে হতাশ হয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। কারণ, ত্রুটি পাওয়া গেছে স্কোরবোর্ডে।

‘সর্বশেষ পরীক্ষার সময় দেখা গেছে পুরোপুরি ঠিক নয়। মাঝেমধ্যে সব লেন শো করে না। জাতীয় ক্রীড়া পরিষদ বলেছে এটা তার ঠিক করে দেবে’- বলেছেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোল্লা বদরুল সাইফ।

স্কোর বোর্ড ঠিকঠাকমতো কাজ না করা প্রসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সুকুমার সাহা জাগো নিউজকে বলেছেন, ‘স্থাপনের পর প্রথম প্রথম স্কোরবোর্ডে একটু সমস্যা দেখা দিতেই পারে। তবে সর্বশেষ পরীক্ষামূলক চালিয়ে যে সমস্যাগুলো পাওয়া গেছে তা বড় কিছু নয়। ঠিকাদার প্রতিষ্ঠানের স্থানীয় বিশেষজ্ঞরা চেষ্টা করছেন স্কোরকার্ড ত্রুটিমুক্ত করার। না পারলে বাইরে থেকে লোক এনে ঠিক করবে।’

সুইমিং কমপ্লেক্সের যাবতীয় কাজ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের চাহিদা অনুযায়ী করা হয়েছে উল্লেখ করে জাতীয় ক্রীড়া পরিষদের ওই কর্মকর্তা বলেন, ‘ফেডারেশন যেভাবে চেয়েছে আমরা সেভাবেই কাজ করেছি। ২ জানুয়ারি নতুন করে সাজানো এই কমপ্লেক্স উদ্বোধন করা হবে।’

বৃহস্পতিবার দুপুরে আধুনিকভাবে সংস্কার করা এই পুলের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

আরআই/এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।