দুস্থ ক্রীড়াবিদদের হকি তারকা প্রিন্সের খাদ্যসামগ্রী বিতরণ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১৩ মে ২০২০

নিজ জেলা টাঙ্গাইলে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহকারী ক্রীড়া সম্পাদক আরিফুল হক প্রিন্স।

বুধবার টাঙ্গাইল স্টেডিয়ামে জেলার দেড় শতাধিক প্রাক্তন ও বর্তমান ফুটবলার, ক্রিকেটার এবং হকি খেলোয়াড় ও অ্যাথলেটদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেছেন তিনি। এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল, তেল আলু, পেয়াজ, লবণ ও সাবান।

খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর্জা মঈনুল হক লিন্টু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান জামিল, মোহামেডান ক্লাব হকির সহকারি ম্যানেজার সোহেল রানা ও জেলা ক্রিকেট কোচ আরাফাত রহমানসহ অন্যান্যরা।

দুস্থ ক্রীড়াবিদদের সহায়তা প্রদানকালে সাবেক তারকা হকি খেলোয়াড় আরিফুল হক প্রিন্স জানান, ‘করোনা ভাইরাসের প্রভাবে স্বল্প আয়ের দিনমজুর, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আগ পর্যন্ত খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।’

আরআই/এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।