বাংলাদেশ গেমসে অংশ নিতে প্রস্তুত ওরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ১০:০৩ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২১

এক মাসের কঠোর অনুশীলন শেষ। পুরো সময়টা তারা মাঠে ঘাম ঝরিয়ে নিজেদের প্রস্তুত করেছেন। প্রত্যাশা আসন্ন বাংলাদেশ গেমসে অংশ নেয়া।

কিশোরগঞ্জ সদর উপজেলার অনূর্ধ্ব-১৬ বছর বয়সী ২০ জন বালক এবং ২০ জন বালিকা অংশ নেন মাসব্যাপী হকি প্রশিক্ষণে। শেষ হয়েছে তাদের প্রশিক্ষণ।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রশিক্ষণে অংশ নেয়া খেলোয়াড়দের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

প্রশিক্ষণ শেষ করা খেলোয়াড়দের হাতে সনদপত্র তুলে দেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন সবুজ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে কোচ হিসেবে দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ জেলা হকি কোচ রিপেল হাসান।

jagonews24

প্রশিক্ষণে অংশ নেয়া খেলোয়াড়দের নিয়ে আসন্ন বাংলাদেশ গেমসে কিশোরগঞ্জ নারী হকি দল গঠন করা হবে বলে জানান জেলা ক্রীড়া অফিসার আল আমিন।

সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবকর ছিদ্দিক, স্কুলের ক্রীড়া শিক্ষক মো. আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী কমিটির সভায় বাংলাদেশ গেমসের তারিখ চূড়ান্ত করা হয়েছে আগামী ১-১০ এপ্রিল।

আগামী ২৭ মার্চ থেকে ৯ এপ্রিল মওলানা ভাসানী স্টেডিয়ামে হবে হকি ডিসিপ্লিনের খেলা।

নূর মোহাম্মদ/এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।