পাকিস্তানকে পূর্ণ নিরাপত্তা দেবে ভারত


প্রকাশিত: ০৭:২৫ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দলকে পূর্ণ নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সম্পাদক অনুরাগ ঠাকুর। নিরাপত্তার কারণে আসন্ন টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দলের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাব- গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর ঠাকুর বলেন, ‘কোনো দেশেরই অনিরাপদ ভাবা উচিত নয়।’

ঠাকুর বলেন, ‘সম্ভব্য সবচেয়ে সুন্দরভাবে এবং প্রতিটি দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বিসিসিআই এ বিশ্বকাপ আয়োজন করবে। এর আগেও আমরা অনেক বিশ্বকাপ ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছি এবং আমি মনে করি না কোনো দেশেরই এখানে অনিরাপদ ভাবা উচিত।’

ইসলামাবাদ ভারত সফরের অনুমতি না দিলে আগামী মাসে অনুষ্ঠেয় বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দেয়া হয়েছে বলে এর আগে জানিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।

৪১ বছর বয়সী ঠাকুর বলেন, ভারতে অনুষ্ঠিব্য টি-২০ বিশ্বকাপে তারা অংশ নেবে কিনা সেটা পুরোপুরি পাকিস্তানের বিষয়।

তিনি বলেন, ‘দ্বিপাক্ষিক সিরিজ সম্পূর্ণ একটি ভিন্ন বিষয়। তবে বিশ্বকাপের দলগুলো সমগ্র বিশ্ব থেকে আসবে এবং অংশ নেবে। ১৬টির মধ্যে একটি দল হচ্ছে পাকিস্তান এবং ভারত সরকার সকল দলের জন্যই নিরাপত্তার ব্যবস্থা করবে। আমি মনে করি যোগ্যতা অর্জন করা সকল দলের আসা এবং বিশ্বকাপে অংশ গ্রহণ করা উচিত। ভারত প্রস্তুত এবং কোনো দলের যদি কোনো সমস্যা থেকে থাকে তবে এ বিষয়ে তাদেরই সিদ্ধান্ত নেয়া উচিত।’

ভারত সফরে সরকারের অনুমতি না পেলে আসন্ন বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে বলে এর আগে আভাস দিয়েছিল পিসিবি।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।