তামাবিলে স্বর্ণজয়ী মাহফুজাকে সংবর্ধনা


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

দেশের মাটিতে পা রেখেই সংবর্ধিত হলেন এসএ গেমসের সাঁতারে দুটি স্বর্ণপদক জয়ী মাহফুজা খাতুন শিলা। বৃহস্পতিবার বিকেলে ভারত থেকে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করলে সেখানে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনার জবাবে শিলা বলেন, বাংলাদেশের প্রথম মেয়ে হিসেবে সাঁতারে স্বর্ণ জয় করতে পেরে আমি গর্বিত। আশা করছি, বাংলাদেশের মেয়েরা আরো অনেকদূর এগিয়ে যাবে।

ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত ১২তম এসএ গেমসে ১০০ মিটার ও ৫০ মিটার সাঁতারে স্বর্ণপদক অর্জন করেন শিলা। দ্রুততম সময়ে ৫০ মিটার সাঁতারে এসএ গেমসের রেকর্ডও সৃষ্টি করেন মাহফুজা।

দেশের জন্য সম্মান বয়ে আনা এই নারীসহ ৫০ জনের প্রতিনিধি দল বিকেল আড়াইটার দিকে তামাবিল সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে। এসময় তাদের সংবর্ধনা জানাতে তামাবিলে উপস্থিত হন হযরত শাহজালাল সুইমিং ক্লাব ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কর্মকর্তারাও। এছাড়া স্থানীয় বসিন্দারাও স্বর্নজয়ী এ সাঁতারুকে সংবর্ধনা জানাতে তামাবিল শুল্ক স্টেশন এলাকায় উপস্থিত হন।

এসময় হযরত শাহজালাল সুইমিং ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি তুলসি কুমার শাহা, সাধারণ সম্পাদক কবির আহমদ কুব্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, বাংলাদেশ সুইমিং ফেডারেশন দলের ম্যানেজার আব্দুল মান্নান, সহকারী ম্যানেজার ও নেত্রকোনা জেলা কারাগারের জেলার আমজাদ হোসেন ডন, কোর্চ তেগুণ পার্ক, মাহবুবুর রহমান, মহিলা কোর্চ নার্গিস আরা এ্যানি, অফিস সেক্রেটারী হাবিবুর রহমান ও আলহাজ্ব লজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসনারা বেগম।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।