সাকিবের সাথে মাঠে নেমেছে মুশফিক


প্রকাশিত: ০১:০৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

টানা চার ম্যাচ বেঞ্চে বসে কাটানোর পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামার সুযোগ পেলেন মুশফিকুর রহিম। শুক্রবার লাহোর কালান্দার্সের বিপক্ষে করাচি কিংসের হয়ে সাকিব আল হাসানের পাশাপাশি খেলছেন মুশফিককও। মূলত বিদেশি খেলোয়াড়দের ব্যর্থতায় সুযোগে প্রথমবারের মতো একাদশে জায়গা করে নিয়েছেন মুশফিক।

মুশফিক মাঠে ফিরলেও করাচির জন্য দুঃসংবাদ, কুঁচকির চোটের কারণে এদিন দলের সেরা বোলার মোহাম্মদ আমিরকে ছাড়াই তাদের মাঠে নামতে হয়েছে। অন্যদিকে পাঁচ দলের টুর্নামেন্টে চার ম্যাচে মাত্র এক জয়ের সবার তলানিতে থাকা লাহোর কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে। কেননা, ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলকে নিয়েই মাঠে নেমেছে দলটি।

এদিকে পিএসএলের শুরুটা দুর্দান্ত ছিল সাকিবের। প্রথম ম্যাচে ব্যাট-বলে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে ম্যাচ-সেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেন এই টাইগার অলরাউন্ডার। তবে পরের তিনটি ম্যাচেই অনেকটা নিষ্প্রভ হয়ে পড়েন এই টাইগার অলরাউন্ডার। আর তিনটি ম্যাচেই তার দল হেরে যায়।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।