ইতিহাস গড়তে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ১৪৬


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

আলজারি জোসেফ ও রায়ান জনের বোলিং তোপে প্রথমবারের মত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফির স্বপ্ন দেখছে ওয়েস্ট ইন্ডিজ। শক্তিশালী ভারতের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে মাত্র ১৪৫ রানে অলআউট করে দেয় তারা। অথচ এই ওয়েস্ট ইন্ডিজই ফাইনালের পথে নানা বিতর্কের জন্ম দিয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে মানকাড আউট করে সারা বিশ্ব নিন্দিত হয়েছিলেন তারা।

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই জোসেফের বোলিং তোপে পরে ভারত। ৮ রানে দুই উইকেট হারিয়ে দারুণ চাপে পরে তারা। এরপর ১৯ রানের ক্ষুদ্র বিরতির পর আবার নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারতীয় বাহিনী। এক প্রান্তে সারফারাজ খান ছাড়া কোন ব্যাটসম্যানই উইকেটে থিতু হতে পারেননি। সর্বোচ্চ ৫১ রান করেন সারফারাজ। ৮৯ বল মোকাবেলা করে ৫টি চার এবং ১টি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি।

এছাড়া সাত নম্বরে নেমে মাহিপাল লরমর ১৯। আর নয় নম্বর ব্যাটসম্যান রাহুল বাথাম নেমে দারুণ লড়াই করেন। ২৮ বলে ২০ রান করেন তিনি। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অতিরিক্তের খাত থেকে। এদিন মোট ২৩টি অতিরিক্ত রান দেয় ওয়েস্ট ইন্ডিজ বোলাররা।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রায়ান জন ৩৮ রানে ৩টি উইকেট নেন। টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত খেলা আলজারি জোসেফ ৩৯ রানে পান ৩টি উইকেট।

আরটি/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।