এশিয়া কাপের ১০টি অজানা তথ্য


প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এ বছরের টুর্নামেন্টটি সম্পূর্ণ ভিন্ন। কেননা প্রথমবারের মতো এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি ভার্সনে। টুর্নামেন্টের ১০টি উল্লেখযোগ্য ঘটনা যা দর্শকদের অবশ্যই জানতে হবে।

১. আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ টুর্নামেন্ট।

২. আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, হংকং এবং ওমানকে নিয়ে বাছাই পর্ব শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। বাছাই পর্বের শীর্ষ দলটি এ অঞ্চলের পূর্ণ সদস্য চার দলের সঙ্গে মূল পর্বে খেলবে। যা শুরু হবে ২৪ ফেব্রুয়ারি।

৩. ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথমবার এশিয়া কাপ টি-২০ ফর্মেটে অনুষ্ঠিত হচ্ছে।

৪. টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কা। লাসিথ মালিঙ্গার নেতৃত্বে লঙ্কানরা আগের আসরের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।

৫. টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত ও শ্রীলঙ্কা। উভয়েই পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। পাকিস্তান শিরোপা জিতেছে দুই বার। বাংলাদেশের সেরা সাফল্য- ২০১২ সালে রানার্স-আপ হওয়া।

৬. এবারের টুর্নামেন্টের মূল পর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

৭. ভারত টুর্নামেন্টে এ পর্যন্ত ৪৩ ম্যাচ খেলে ২৬টিতে জয় এবং ১৬টিতে পরাজিত হয়েছে। বাকি এক ম্যাচ পরিত্যক্ত।

৮. এশিয়া কাপে সর্বোচ্চ ১২২০ রানের মালিক শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া। তারপর দ্বিতীয় স্থানে রয়েছেন একই দেশের কুমার সাঙ্গাকারা (১০৭৫) এবং তৃতীয় স্থানে আছের ভারতের শচীন টেন্ডুলকার (৯৭১)।

৯. এশিয়া কাপে ও ১৩ ম্যাচে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

১০. এশিয়া কাপের সবচেয়ে সফল অধিনায়ক শ্রীলঙ্কার অর্জুনা রানাতুঙ্গা এবং ভারতের ধোনি। উভয়েই ৯টি করে ম্যাচে জয়ী হয়েছেন এবং ৪টি করে ম্যাচে পরাজিত হয়েছেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।