নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে হবে


প্রকাশিত: ১০:৪৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলন এবং বঙ্গবন্ধুর আর্দশ ছড়িয়ে দিতে সবাইকে কাজ একসঙ্গে কাজ করতে হবে। দেশবিরোধী একটি চক্র এদেশকে নিয়ে নানা ষড়যন্তে লিপ্ত রয়েছে। তাই বর্তমান সরকার সকল ষড়যন্ত্র ভেঙে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে।

শনিবার বিকেলে নাটোর শহরের কানাইখালী মাঠে পাঁচ দিনব্যাপি বইমেলার উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সারোয়ার বারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক সহ অন্যান্যরা।

পাঁচ দিনব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে বইমেলা, চিত্রাংকন, রচনা, আবৃত্তি, সুন্দর হাতের লেখা, দেশাত্মবোধক গান ও নৃত্য প্রতিযোগিতা। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক। বইমেলায় ২৮টি স্টল অংশ নিচ্ছে।

রেজাউল করিম রেজা/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।