বাংলালিংককে ট্রেড ইউনিয়নের এক দিনের আল্টিমেটাম


প্রকাশিত: ০২:১৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

বাংলালিংকে চলমান সংকট নিরসনে ৬ দফা দাবি এবং এক দিনের সময় দিয়ে আল্টিমেটাম দিয়েছেন ট্রেড ইউনিয়নের নেতারা।
বুধবার বাংলালিংকের প্রধান নির্বাহী (সিইও) এরিক এসের বরাবর এ দাবিপত্র জমা দিলে বাংলালিংক কর্তৃপক্ষ তা গ্রহণ করে।

নেতারা বলছেন, দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। দু’ একদিনের মধ্যেই এ বিষয়ে প্রধান নির্বাহী কথা বলবেন বলে জানা গেছে।

৬ দফা দাবিতে রয়েছে;
 
১. মানসিকভাবে নির্যাতনে অসুস্থ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোশতাক আহমেদকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা। প্রয়োজন হলে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করতে হবে।
 
২. যারা মোশতাক আহমেদকে নির্যাতন করেছে তাদেরকে খুঁজে বের করে বাংলালিংক থেকে বহিষ্কার করা।

৩. সদ্য বাংলালিংক থেকে চাকরিচ্যুত ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকসন্স ডিপার্টমেন্টের প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম ভুঁইয়াকে পুনরায় চাকরিতে ফেরদ নেয়া।
 
৪. অবৈধভাবে বাংলালিংকের যেসব কর্মকর্তা চাকরিচ্যুত প্রক্রিয়ার সাথে জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা।

৫. স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নেয়ার সময় ন্যূনতম জুন পর্যন্ত বর্ধিত করা এবং

৬. অফিসে কাজের পরিবেশ তৈরি করতে ভীতিকর যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে তা প্রত্যাহার করা।

আরএম/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।