বাংলালিংকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রকল্পের মেয়াদ বাড়ছে না
বাংলালিংক তাদের কর্মীদের জন্য স্বেচ্ছায় চাকরি ছাড়ার যে প্রকল্প ঘোষণা করেছে তার সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস্। তিনি বলেন, কোম্পানির নেয়া ‘ভলান্টিয়ারি সেপারেশন স্কিম’ বা ‘স্বেচ্ছা বিচ্ছেদের কর্মসূচির মাধ্যমে যারা চলে যাবেন তারা কোম্পানির নিয়ম অনুযায়ী সমুদয় পাওনা পাবেন। মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বেচ্ছায় অবসরের বিষয়ে এরিক বলেন, গ্রাহককে সর্বাধুনিক ডিজিটাল সেবা দিতে নতুন করে প্রস্তুতি নিচ্ছে বাংলালিংক। আর নতুন যাত্রায় খাপ খাওয়ানোর প্রশ্নে কিছু কর্মীর সঙ্গে বাংলালিংকের বিচ্ছেদ ঘটে যেতে পারে।
তিনি আরো বলেন, অতীতে বাংলালিংকে অনিয়ম এবং শর্ত ভঙ্গের কারণে একাধিক কর্মীর চাকরিচ্যুতি হয়েছে, একাধিক সরবরাহ বিক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তি বাতিল করা হয়েছে। বাংলালিংক কর্তৃপক্ষ অনিয়ম, দুর্নীতির ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
সংবাদ সম্মেনে এরিক জানান, এ মুহূর্তে বাংলালিংকের মার্কেট শেয়ার ২৪ দশমিক ৫ শতাংশ আর প্রায় ৩ কোটি ২০ লাখ গ্রাহক রয়েছে। এ মুহূর্তে বাংলালিংকে মোট কর্মীর সংখ্যা ২ হাজার ১০০ জন। বর্তমানে দেশের ৩ হাজার ৭০০টি বিটিএসে থ্রিজি নেটওয়ার্ক ইন্সটল করা হয়েছে। থ্রিজি সেবা সম্প্রসারিত করতে আগামী রমজান মাসের মধ্যে বাংলালিংকের থ্রিজি বেস স্টেশনের সংখ্যা ৫ হাজার ৭০০ তে উন্নীত হবে।
আরএম/এসকেডি/আরআইপি