এশিয়া কাপ উপলক্ষে ঢাকায় রমিজ রাজা


প্রকাশিত: ০৪:৪০ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

বিতর্কিত মন্তব্য করে সব সময় সংবাদের শিরোনাম হতে পছন্দ করেন। তার বেশিরভাগ বিতর্কিত মন্তব্য যদিও বাংলাদেশ সম্পর্কিত। স্পষ্ট করে বলতে গেলে বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটার সম্পর্কিত। তিনি আর কেউ নন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার রমিজ রাজা।

বিতর্কিত এই ধারাভাষ্যকার শুক্রবার এশিয়া কাপ উপলক্ষ্যে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের আগে স্টার স্পোর্টসের অনুষ্ঠানে কথা বলতে দেখা গেছে তাকে। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের পিচের সামনেই মাইক্রোফোন হাতে দাঁড়ান এই পাক ধারাভাষ্যকার।

চলতি পিএসএলে পুরস্কার মঞ্চে বিশ্ব মাতানো সাকিব আল হাসান ও তামিম ইকবাল খানকে নিয়ে এই পাকিস্তানি ধারাভাষ্যকারের চূড়ান্ত অভব্যতা  নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে ‘কয়লা ধুইলেও যায় না ময়লা’- সেই প্রবাদটির কথাই।

পিএসএলে পেশোয়ারের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে হার না মানা ৫৫ রানের ইনিংস খেলে সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন তামিম। তামিম পুরস্কার নিতে আসলে বিতর্কিত রমিজ বলেন, ‘আমি তো বাংলায় কথাই বলতে পারি না, ইংরেজি কি চলবে? নাকি...? এই নাকি দিয়ে হয়তো উর্দুতে আলাপ চলবে কি-না সেটি জানতে চেয়েছেন রমিজ। রমিজের এমন কাণ্ডে ‘বিব্রতকর’ পরিস্থিতিতে পড়েন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম। পরে অবশ্য ইংরেজিতে অবলীলায় প্রশ্নের উত্তর দেন এই টাইগার ওপেনার।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।