ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা


প্রকাশিত: ০৬:২৪ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পকে জার্মানির সাবেক একনায়ক এডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন মেক্সিকোর দুই সাবেক প্রেসিডেন্ট।

শনিবার দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ফিলিপ কালডেরন বলেন, ট্রাম্পের রাজনৈতিক বক্তব্য বর্ণবাদী, যা একনায়ক হিটলারকেই মনে করিয়ে দেয়। তিনি বলেন, তার বিবৃতি, কর্মকাণ্ড এবং আচরণ অভিবাসনবিরোধী শ্বেতাঙ্গ আধিপত্যকেই শুধু তুলে ধরে না, এটা যে বর্ণবাদিতা তা অকপটেই বলা যায়।

ক্যালডেরন বলেন, ট্রাম্পের মতবাদ হচ্ছে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রবিরোধী ঘৃণা দেখানো হচ্ছে। আর এ বিষয়টিতে ওয়াশিংটনের কোনো আগ্রহ নেই। মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ভিসেন্তে ফক্সও মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা করেন।

শুক্রবার দেওয়া ওই সাক্ষাৎকারে ফক্স বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের সংঘাতময় অতীতকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি যেভাবে কথা বলা শুরু করেছেন তাতে আমাকে হিটলারের কথা মনে করিয়ে দিচ্ছেন।

এর আগে মেক্সিকো থেকে ধর্ষক ও মাদক চোরাকারবারীদের যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেন ট্রাম্প। এজন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকো সীমান্তে বেড়া নির্মাণ করবেন বলেও জানান। সূত্র : রয়টার্স, দ্য গার্ডিয়ান।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।